ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ঝালকাঠির রাজাপুর উপজেলায় আরও তিনজন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। সোমবার (৭ অক্টোবর ২০২৫) দিনব্যাপী টানা বৃষ্টির মধ্যেও অভিযান চালিয়ে এই জেলেদের আটক করে সাজা প্রদান করা হয়।
জানা যায়, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিফাত আরা মৌরি মোবাইল কোর্টটি পরিচালনা করেন। অবৈধভাবে ইলিশ মাছ ধরার দায়ে আটক এই তিন জেলেকে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
| ক্রমিক | নাম | বয়স | পিতার নাম | গ্রাম | থানা | জেলা |
|—|—|—|—|—|—|—|
| ১ | মোঃ দেলোয়ার হোসেন জমাদ্দার | ৪৫ | মোঃ খালেক জমাদ্দার | দক্ষিণ ভবানিপুর | নলছিটি | ঝালকাঠি |
| ২ | মোঃ সবুজ হাওলাদার | ৪২ | আব্দুল মালেক হাওলাদার | নলবুনিয়া | নলছিটি | ঝালকাঠি |
| ৩ | মোঃ আশিক হাওলাদার | ১৯ | আব্দুল মালেক হাওলাদার | নলবুনিয়া | নলছিটি | ঝালকাঠি |
দণ্ডপ্রাপ্ত জেলেরা সবাই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা।
ইলিশের প্রজনন নিশ্চিত করতে সরকার এই সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে। প্রশাসনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে নদ-নদীতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে তাদের এই অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। নিষিদ্ধ সময়ে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।