জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো”—এ স্লোগানে ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে একটি কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। ইউনিসেফ, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান।
জেলা তথ্য অফিসার মো. আব্দুর রউফের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রিজাউল করিম, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. উজ্জ্বল হোসেন এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ওলিয়ার রহমান।
এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, নির্বাহী সদস্য আসিফ ইকবাল মাখন ও রাজিব হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকা খুবই কার্যকর ও নিরাপদ। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলার প্রায় পাঁচ লাখ (৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী) শিশুকে এ টিকা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, “গুজব পরিহার করে এই ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
বক্তারা জানান, শিশুর রেজিস্ট্রেশন কাজে অনেক সময় সমস্যা হচ্ছে, অভিভাবকদের আগ্রহের অভাব রয়েছে। অথচ এই টিকা ব্যক্তিগতভাবে নিলে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়। বিদেশগামী কর্মীদের ক্ষেত্রেও এই টিকা অত্যন্ত জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ মারা যায়। ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ৮ হাজার জনের, যার ৬৮ শতাংশই শিশু।
বক্তারা টাইফয়েড টিকা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।