যশোরে নানা আয়োজনে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে প্রতিপাদ্যে কালেক্টরেট সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন প্রবীণরা একসময় আমাদের আগলে রেখে, ভালবাসা দিয়ে বড় করে তুলছেন। এখন তাদের সম্মান দিয়ে আগলে রাখতে হবে। কারণ আমরাও একসময় প্রবীণ হবো। আজকের নবীন আগামী দিনে প্রবীণ হবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার -খ সার্কেল রকিবুল ইসলাম, ডেপুটি সিভওল সার্জন ডাক্তার নাজমুস সাূদিক, প্রবীণ হিতৈষী সংঘের সহসভাপতি নাদু হোসেন বিশ্বাস।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক হারন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, এডাবের সহসভাপতি শাহজাহান নান্নু
প্রমুখ।
এর আগে কালেক্টরেট চত্বরে বেলিন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।