‘সবাই মিলে কাজ করি ফিস্টুলা মুক্ত দেশ গড়ি’ ‘ফিস্টুলা রোগী ভাল হলে ঘৃণা ভয় যাবে চলে’ এই প্রতিপাদ্যে বগুড়ার শাজাহানপুরে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪র্থ তলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি বাস্তবায়ন করেন পার্বতীপুর দিনাজপুরের ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্ট।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীনের সভাপতিত্বে ও ল্যাম্বের টেকনিক্যাল কোড ওডিমেটর মো. ইছারব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবিদা সুলতানা রুপা, এনজেলেস ডুটু প্রমুখ।
সভায় ফিস্টুলা প্রতিরোধে বক্তারা বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসব রোধ, ১৮ বছরের কম বয়সী মেয়েকে বিয়ে না দেওয়া ও ২০ বছরের আগে সন্তান না নেয়া, প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করা, নিয়মিত গর্ভকালীন চেকআপ করা, সঠিক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করে আলোচনা করেন।
আগামী ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিস্টুলা বিষয়ক বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে বক্তার উল্লেখ করেন।