০৫ অক্টোবর, রবিবার, বিকাল ৫:০০ টায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।বাংলাদেশ শিক্ষক ফেডারেশন, কটিয়াদী উপজেলা শাখার সভাপতি জনাব মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক সমাবেশের কার্যক্রম শুরু হয়। সঞ্চালনায় ছিলেন কটিয়াদী উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম নূরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার আদর্শ শিক্ষক ফেডারেশন এর সভাপতি জনাব অধ্যাপক মাওলানা আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার, প্রধান উপদেষ্টা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কটিয়াদী উপজেলা। অধ্যক্ষ ফজলুল হক জোয়ার্দার সাহেব, সভাপতি কিশোরগঞ্জ আদর্শ কারিগরি শিক্ষক পরিষদ। অধ্যক্ষ আবুল কাসেম বিপ্লব, সভাপতি কটিয়াদী আদর্শ শিক্ষক পরিষদ। জানাব মোহাম্মদ আলী বাবুল,সভাপতি কটিয়াদী আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদ। জানাব নজরুল ইসলাম মাস্টার সাহেব, সভাপতি কটিয়াদী আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদ। জনাব আবুল কাসেম, সভাপতি কটিয়াদী আদর্শ কারিগরি শিক্ষক পরিষদ। জনাব আনিসুজ্জামান রুবেল মাস্টার সাহেব, সভাপতি কটিয়াদী আদর্শ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ। আরো উপস্থিত ছিলেন স্বনামধন্য শিক্ষক মাহমুদুল হাসান ও সাইদুল হক বিএসসি সাহেব প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকদের মর্যাদার জন্যই শিক্ষক দিবস পালন করা হয়।তিনি আরো বলেন’ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ‘এর জন্মলগ্নে থেকে আদর্শ শিক্ষক ও আদর্শ ছাত্র তৈরি করার কাজ করছে।