লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে দুইটি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি।এতে কমপক্ষে ৩জন আহত হয়েছে বলে জানা যায়।
রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালীতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, শ্রুতিধর গ্রামের বাদশা মিয়া (৪০), মাহমুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)বর্তমানে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টির চলছে। রোববার সকাল ৯ টার দিকে বৃষ্টির সাথে আকস্মিক ভাবে শ্রুতিধর ও চর নোহালি গ্রামে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়।এতে দুই গ্রামের প্রায় শতাধিক টিনসেডের ঘড়বাড়ি,আধাপাকা ও কাচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে।উপড়ে পড়েছে বেশ কিছু বড় বড় গাছ।গাছের ডাল ও টিন পড়ে আহত হয়েছেন তিন জন।পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি চলাকালীন সময় আকস্মিক ঝড়ে টিনশেড ঘর, আধা পাকা ঘরবাড়ি ও গোডাউন ভেঙে পড়েছে। ঝড়টি অল্প সময় স্থায়ী ছিল। বেশি সময় থাকলে ক্ষতির পরিমাণ আরো কয়েকগুণ বেড়ে যেত।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জাকিয়া সুলতানা বলেন,ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনাটি শুনেছি ইতিমধ্যে তদন্ত টিম পাঠানো হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহয়তার কথাও জানান তিনি।