জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও জুলাই যুদ্ধা হাসিবুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার ৪অক্টোবর ২টায় তার বাবার প্রতিষ্ঠিত চরফ্যাশনের চর কলমি ইউনিয়ন মাঝের চর ফাজিল মাদরাসা মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে চরফ্যাসন উপজেলা বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন মৃত্যু একটি নিছক সত্য শব্দ। যেকোনো বয়সে যেকোন সময়ে মৃত্যু নামক এই সত্য শব্দটির ডাক আসতে পারে। মৃত্যু থেকে পালাবার কারো সাধ্য নাই। তবে কিছু মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। তেমনি আমাদের হাসিবের মৃত্যু আমরা মেনে নিতে কষ্ট হচ্ছে।
চরফ্যাসনে জুলাই যুদ্ধা হাসিবুর রহমান ছিলেন একজন সাহসী ও মেধাবী ছাত্র। তিনি জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। জুলাই আন্দোলনে হাসিব মিরপুর এলাকায় দায়িত্ব পালন করেছেন।
মাঝের চর ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান সাহেবের ছেলে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও জুলাই যুদ্ধা হাসিবুর রহমান শুক্রবার (৩ অক্টোবর) রাত জগন্নাথ ইউনিভার্সিটির সামনে অবস্থিত হোটেল স্টার কাবাবে বন্ধুদের নিয়ে নাস্তা করতে গিয়ে হঠাৎ খিচুনি উঠলে তার বন্ধুরা তাকে তাৎক্ষনিত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঢাকা মেডিকেল থেকে তার মরদেহ রাতে জগন্নাথ ইউনিভার্সিটিতে আনা হলে সেখানে ১ম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এরপর তার বন্ধুরা মরদেহ নিয়ে ছুটে চলেন ভোলার চরফ্যাসনের মাঝের চর এলাকায় অবস্থিত তার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে মরদেহ পৌছলে হাজার হাজার নারী পুরুষের চোখের পানিতে এক হ্রদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
হাসিবের বাবা বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন চরফ্যাশন উপজেলা শাখার সহ-সভাপতি,মাঝের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চরফ্যাসন ও মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় চরফ্যাসন ও মনপুরার সংসদীয় আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল, কেন্দ্রিয় যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, চরফ্যাশন উপজেলা বিএনপি নেতা সাবেক যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী ,চরফ্যাশন প্রেস ক্লাবের সম্পাদক শহিদুল ইসলাম সহ চরফ্যাসন উপজেলার সকল রাজনৈতিক দলের নেতা কমীরা।