ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে অপরাধ প্রতিরোধ ও জনস্বার্থে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং ৩ জন বিক্রেতাকে আটক করা হয়। পরে জব্দকৃত মাছ ৬টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৩ জনকে ৫,০০০ টাকা করে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বোরহানউদ্দিন থানা পুলিশের টিম, উপজেলা কৃষি কর্মকর্তা, ম্যারিন ফিশারিজ অফিসার এবং কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।