যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে মোটরসাইকেল যোগে এসে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী নওয়াপাড়া পৌরসভার রেলওয়ে স্টেশন বাজারের যশোর-খুলনা মহাসড়কের পাশে রেলওয়ে মসজিদের বিপরীতে মেসার্স বিশ্বাস ট্রেডিং অফিসের ও ফেরিঘাটস্থ মেসার্স তরফদার ট্রেডার্সের অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩ জন আসামি গ্রেফতার করেছে। ফলে অভয়নগর থানা পুলিশের এমন ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ। অল্প সময়ের মধ্যে আলোচিত ঘটনার রহস্য উদঘাটন অভয়নগরবাসী পুলিশের এমন ভূমিকা সবসময় দেখতে চায়। এবিষয়ে অভয়নগর থানা পুলিশের সূত্রে জানা গেছে,শুক্রবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় । আটককৃত আসামিরা হল উপজেলার চলিশিয়া চারা বটতলা গ্রামের মৃত তৈয়ব আলী শেখের ছেলে মোঃ ইসরাফিল শেখ(৩০), বুইকরা শেখ পাড়া গ্রামের মৃত করিম হাওলাদারের ছেলে মোঃ মুজিবর হাওলাদার(৬২), রাজঘাট গ্রামের মৃত তরিকুল শেখের ছেলে মোঃ হাসান শেখ(২৬)।
আসামীগণ পুলিশের নিকট ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আসামীদেরকে অভয়নগর থানায় রুজুকৃত মামলা নং-০২, তারিখঃ ০২/১০/২৫ খ্রিঃ, ধারাঃ ৩/৪/৫ The Explosive act-1908. গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।