ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি মো. আক্কাস সিকদার এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আল আমিন তালুকদার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সুধীজনসহ কাঠালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।