ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর উপরে ট্রাক ডিভাইডারের সাথে সংঘর্ষে রাকিব হোসেন ও সাগর মিয়া নামে দুই চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(২রা অক্টোবর) সকাল ছয়টায় সেতুর উপর এ দূর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ধারনা করা হচ্ছে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় আরেকটি ট্রাক ওই ট্রাকটিকে টেনে নেয়ার সময় কাঁচপুর সেতুর উপর ডিভাইডারের সাথে সংঘর্ষ হয়।
ওই ট্রাক দুটিকে উদ্ধার করতে পরিবহনের সহযোগিতার জন্য সিগনাল দিতে গিয়ে গাড়িতে পৃষ্ঠ হয় তারা।
পুলিশ জানায়, নিহতদের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের রহমতপুর এলাকার রাকিব।
দুর্ঘটনার পর ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এঘটনায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।