যশোরের অভয়নগরের শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়ায় দুইটা ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা বোমা হামলা করেছে বলে জানা যায়। নোয়াপাড়া রেলস্টেশনস্থ স্টেশন বাজারের সার ও কয়লা ব্যবসায়ী জিয়াউর রহমান বিশ্বাসের বিশ্বাস ট্রেডিংয়ে দুইটি বোমা হামলা করে। আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেল যোগে দুইজন দুষ্কৃতিকারী দুটি বোমা হামলা করলে একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় বাইরে পড়ে থাকে এবং আরেকটি বোমা জানালার কাঁচ ভেঙ্গে বিস্ফোরিত হয়ে ভিতরে ছড়িয়ে পড়ে। এতে দুইজন আহত হয়। আহতরা হলেন বিশ্বাস ট্রেডার্সের কর্মচারী মোহাম্মদ আলী শয়ন(২৩) ও মাসুম বিল্লাহ (২৪)। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। একই সময়ে ওই দুষ্কৃতিকারীরাই নোয়াপাড়া ফেরিঘাটস্থ মিল্টন তরফদারের তরফদার ট্রেডিং এর সামনেও বোমা বিস্ফোরণ ঘটায় তবে সেখানেও কেউ হতাহত হয়নি। এ বিষয়ে বিশ্বাস ট্রেডিং এর স্বত্বাধিকারী জিয়াউর রহমান বিশ্বাস বলেন আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে দুজন দুষ্কৃতকারী মোটরসাইকেল যোগে আমার অফিসের সামনে এবং জানালায় দুটি বোমা নিক্ষেপ করে একটি অবিস্ফোরিত থাকে এবং আরেকটি জানালার কাঁচ ভেঙ্গে বিস্ফোরিত হয়ে ভিতরে ছড়িয়ে পড়লে দুজন সামান্য আহত হই। দুষ্কৃতিকারীদের চেনা সম্ভব হয়নি।
বোমা বিস্ফোরণ সম্পর্কে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম বলেন,বোমা বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি তবে পূর্ব শত্রুতা কিংবা চাঁদাবাজির কারণে এমন ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোমা বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। আইনগত দিক প্রক্রিয়াধীন রয়েছে।