ঝালকাঠির কাঠালিয়া উপজেলা, ১ অক্টোবর, ২০২৫— শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাঠালিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল।
আজ দিনব্যাপী তিনি উপজেলার বেশ কয়েকটি মন্দিরে উপস্থিত হন। সেখানে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং এই মহান ধর্মীয় উৎসবের আনন্দ ভাগ করে নেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে ও নিরাপদে বসবাস করবে— এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই একই বৃত্তের দুটি ফুল।” তিনি আরও যোগ করেন, দেশের সকল সম্প্রদায়ের মানুষের সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অপরিহার্য।
বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর, আওরাবুনিয়া, শৌলজালিয়া, কাঠালিয়া সদর, আমুয়া এবং বিনাপানি সহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। তার এই শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগে এবং মন্দিরগুলোতে উপস্থিত হওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।