ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাংগীপাড়া ইউনিয়নের আল হারামাইন মসজিদ ও মুসল্লিদের নিয়ে কটূক্তি করে সামাজিক মাধ্যমে ‘জঙ্গি সংগঠন’ বলে মন্তব্য করায় রেজুয়ানুল হক মানিককে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। মানিক উপজেলা বিএনপির সদস্য ছিলেন।
গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ডাংগীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন আসর ও মাগরিবের নামাজের সময় সভা বন্ধ থাকলেও ইশার আজানের সময় সভা চলমান ছিল। এসময় স্কুল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আজান কিছুটা দেরিতে দিতে বলা হলে তারা ক্ষুব্ধ হন। আজান দেওয়া হয় রাত ৮টা ১০ মিনিটে, যা নিয়ে মুসল্লিদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
পরদিন সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় যুবক খালিদ হাসান ফেসবুকে প্রতিবাদ জানান। তার ওই পোস্টে রেজুয়ানুল হক মানিক মন্তব্য করেন,
“জঙ্গি সংগঠনের মসজিদ হারামাইন। তাদের মনগড়া আইন। এই সংগঠনই একসময় ৬৪ জেলায় বোমা ফাটিয়েছিল।”
এই মন্তব্যের পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী হাসান এলাকাবাসীকে শান্ত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
১ অক্টোবর ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রেজুয়ানুল হক মানিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা দেন।
আল হারামাইন মসজিদের ইমাম মো. তোফাজ্জল হোসাইন বলেন,
“একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন কটূক্তি অপ্রত্যাশিত ও দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির দ্রুত সিদ্ধান্তকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন।