বগুড়ার শাজাহানপুর ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি ও ছিনতাই চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে অটো মিশুক গাড়িসহ গ্রেফতার করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় মেহেদী হাসান আকন্দ নামে এক অটো চালক যাত্রী তুলতে দাঁড়ালে দুইজন অজ্ঞাতনামা মহিলা ভাড়া মিটিয়ে আশেকপুর শাহপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টা ৩৫ মিনিটে আশেকপুর শাহপাড়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে হঠাৎ দুইজন অজ্ঞাতনামা পুরুষ গাড়ি থামিয়ে চালকের সঙ্গে ধস্তাধস্তি করে চাবি ছিনিয়ে নিয়ে তাকে ফেলে দিয়ে অটো মিশুকটি চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী মেহেদী হাসান আকন্দ বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করলে ৩০ সেপ্টেম্বর পুলিশ তদন্ত শুরু করে। ১অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ এবং শেরপুর থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে নিম্নোক্ত আসামিদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলো, শাজাহানপুর উপজেলার ডোমানপুকুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে মোঃ সুলতান আহম্মেদ (৩৬), মোঃ সুলতানের স্ত্রী মোছাঃ মল্লিকা (২৬), একই গ্রামের কারিগর পাড়ার নুর আলমের ছেলে মোঃ সুমন (২৫), মৃত নিয়ামতুল্লাহ ফকিরের ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে সব্দুল (৪২), নুর নবীর স্ত্রী মোছাঃ সুমাইয়া বেগম (২২), মৃত আজিমুদ্দিনের ছেলে মোঃ মাসুদ রানা (২২)।
চোর চক্রের শীর্ষ অপরাধী মোঃ সুলতান (৩৬) এর বিরুদ্ধে পূর্বে ৭টি চু’রির মামলা, ৭টি মা’দক মামলা, একটি অ’স্ত্র মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে। এরমধ্যে একাধিক দণ্ডবিধি আইনের মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে স্ত্রী, দুগ্ধপোষ্য শিশু ও শালিকাকে যাত্রী সাজিয়ে অটোরিকশা ও ইজিবাইক ছি’নতাই করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। গ্রে’প্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।