পবিত্র দ্বীনের আলোকে মানুষের সেবা করার ব্রত নিয়ে মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আজ এক মহতী উদ্যোগ গ্রহণ করে। জেলা সদরে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এই জনকল্যাণমূলক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও মুন্সিগঞ্জ ৩ (মুন্সিগঞ্জ সদর-গজারিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ আবু ইউসুফ।
সকাল ৯টায় ক্যাম্পের উদ্বোধন করে অধ্যাপক আবু ইউসুফ বলেন, “ইসলামী আদর্শ কেবল রাজনীতিতে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবসেবার প্রেরণা যোগায়। জামায়াত সেই আদর্শ থেকেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব, কিন্তু যেখানে ঘাটতি থাকে, সেখানেই আমাদের এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, তার দল শুধু রাজনৈতিক কর্মসূচি নিয়েই ব্যস্ত নয়, দেশের মানুষের জীবনমান উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক সহায়তা প্রদানকে তারা সমান গুরুত্ব দেন। তিনি দেশের সব সক্ষম মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তারদের একটি দল বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেন। বিনামূল্যে বিতরণ করা হয় পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় ঔষধপত্র। জামায়াত নেতারা জানান, এই কর্মসূচির মাধ্যমে এলাকায় ব্যাপক সাড়া মিলেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও এ আয়োজনের প্রশংসা করেছেন।