দিনাজপুরের কাহারোল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভক্তরা নিরাপদ পরিবেশে প্রতিমা দর্শন ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোকলেদা খাতুন মীম সাংবাদিকদের জানান— “সকল ধর্মের মানুষের সহাবস্থানই আমাদের শক্তি। শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দের উৎসব, আর এ উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা। তিনি বলেন— “পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার ও ভলান্টিয়াররা নিরলসভাবে দায়িত্ব পালন করছে। জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।”
এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শনে অংশ নেন এবং পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ বছর উৎসবের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। পূজা মণ্ডপগুলোতে ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক সংগীত ও আলোসজ্জা সকলকে মুগ্ধ করছে।
সর্বোপরি, দিনাজপুরের কাহারোল উপজেলায় শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে।