সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইন্দুরকানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯ দিন ধরে অনশনে হিন্দু তরুণী সোনারগাঁয়ে ভূমি সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম,সেবাগ্রহীতাদের সাধুবাদ নড়াইল-২, ‘ভাড়াটিয়া’ বা জোট প্রার্থী: ক্ষুব্ধ জনতা, বাধাগ্রস্ত স্থানীয় রাজনীতি ও উন্নয়ন অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদের ওপর অত্যাচার যেন অলিখিত নিয়মে পরিণত লালপুরে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিল পুলিশ সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩ পীরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ শিক্ষক ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

হযরত মোহাম্মদ (সাঃ) অন্ধকার যুগে আলোর দিশা দেখিয়েছেন

আহমদ উল্লাহ / ৩১
Update Time : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীর চর চাকতাই ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল এন্তেজামিয়া কমিটির উদ্যোগে সোমবার নয়া মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এক বিশাল আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। অন্ধকার যুগে তিনি আলোর দিশা দেখিয়েছেন। কোরআন হলো এমন এক গ্রন্থ, যার একটি অক্ষরও পরিবর্তিত হয়নি। তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে।
তিনি বলেন, নবীজি (সা.) ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল, সহিষ্ণু এবং সর্বদা সত্যবাদী। কোরআন ও হাদিস আমাদের নৈতিক শিক্ষা দেয় এবং জীবনকে সঠিকভাবে পরিচালনার দিকনির্দেশনা দেয়। প্রথম আয়াত ‘পড়’ আমাদের জানায় জ্ঞান অর্জন করা অপরিহার্য। জ্ঞান অর্জনের মাধ্যমেই আমরা নৈতিক ও বৌদ্ধিকভাবে সমৃদ্ধ হয়ে সঠিক পথে এগিয়ে যেতে পারব।
তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) বিশ্বমানবের মুক্তিদাতা। তাঁর আগমনে অন্ধকার জগতের অবসান ঘটে এবং সত্য, শান্তি, ন্যায়, সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতিষ্ঠা হয়। তাঁর আদর্শ ও জীবনকর্ম প্রজন্মের জন্য অনুসরণীয়।
দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ হাজী নবাব খানের সভাপতিত্বে ও মোহাম্মদ ইউছুপ মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান। এতে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার, পীরে ত্বরিকৃত মুহাম্মদ আবুল কাশেম নূরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী, চাক্তাই হাজী সোবহান সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিউল হক আশরাফী। উপস্থিত ছিলেন মাহফিল উদযাপন কমিটির সদস্য মাঈনুউদ্দিন পারভেজ, মো. জসিম উদ্দিন, ইয়াকুব খান, মো. ফারুক, মো. বেলাল, আনোয়ার হোসেন, মো. ইউনুছ, মো. রাশেদ, মো. সোহেল, মো. বারেক, আবদুল কাদের, মো. কালু, নূরউদ্দিন খান, আইয়ুব খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category