চাঁপাইনবাবগঞ্জের শারদীয় দুর্গাপূজা উদযাপনে সরকারি তদারকি পুলিশ, র্যাব, ও সেনাবাহিনীর টহল অন্যান্য বারের চেয়ে বেশি দেখা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পূজা মন্ডপে উপহার অনুদান ও সহযোগিতা নিয়ে যেতে দেখা যাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন।
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার সমস্ত পূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, এখন পর্যন্ত পূজা মন্ডপ গুলোই শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশ রক্ষায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের মনিটরিং সেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সদস্যরা রুটিন মাফিক দায়িত্ব পালন করছেন। শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ জানান, তার ইউনিয়নে শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে সনাতন ধর্মালম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করছে।
অপরদিকে সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ভোলাহাট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আইনজীবী ডঃ এস এ অপু। একই দলের গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহযোগিতায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন।