নাটোরের লালপুরে বিএনপি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া বাজারে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামায়াত ইসলামী ওয়ালিয়া ইউনিয়নের ৬ নং (ওয়ার্ড) সভাপতি মোঃ সজিবের সভাপতিত্বে উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। যোগদানকারী সবাইকে হাতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়
এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী লালপুর উপজেলা শাখার সেক্রেটারি এ্যাড.মাসুদ রানা, লালপুর উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মহসিন আলম প্রমুখ।