সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইন্দুরকানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯ দিন ধরে অনশনে হিন্দু তরুণী সোনারগাঁয়ে ভূমি সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম,সেবাগ্রহীতাদের সাধুবাদ নড়াইল-২, ‘ভাড়াটিয়া’ বা জোট প্রার্থী: ক্ষুব্ধ জনতা, বাধাগ্রস্ত স্থানীয় রাজনীতি ও উন্নয়ন অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদের ওপর অত্যাচার যেন অলিখিত নিয়মে পরিণত লালপুরে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিল পুলিশ সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩ পীরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ শিক্ষক ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

রাজশাহীর তানোরে পুজা মন্ডল পরিদর্শনে ইউএনও নাঈমা খান

Hamidur Chowdhury / ৭০
Update Time : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

রাজশাহীর তানোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নাঈমা খান। (২৯ শে সেপ্টেম্বর ) সন্ধ্যায় তিনি পাঁচন্দর ইউনিয়নের বিনোদপুরসহ তানোর পৌরসভার হরিদেবপুর, সমাসপুর, তালন্দ এবং আশপাশের বেশ কয়েকটি পূজা মন্ডপে যান।
পরিদর্শনকালে ইউএনও নাঈমা খান উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তিনি পূজায় আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এসময় তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। মন্দিরে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নেব।
ইউএনও আরও জানান, সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় নজরদারি চালু রয়েছে। যাতে পূজার পরিবেশ সবার জন্য আনন্দময় ও নিরাপদ থাকে। এসময় তার সঙ্গে ছিলেন তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদসহ পুলিশ সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা মন্ডপে উপস্থিত পূজারি, আয়োজক কমিটি ও স্থানীয়দের সাথে নিরাপত্তা, শৃঙ্খলা এবং সার্বিক বিষয়ে আলোচনা করেন। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতারা ইউএনও’র এ সফরকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে তানোর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। হঢাক-ঢোলের শব্দে মুখরিত পরিবেশে ভক্তরা মাতৃমূর্তির পূজা ও আরাধনায় ব্যস্ত সময় পার করছেন। সর্বস্তরের মানুষ শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category