সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইন্দুরকানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯ দিন ধরে অনশনে হিন্দু তরুণী সোনারগাঁয়ে ভূমি সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম,সেবাগ্রহীতাদের সাধুবাদ নড়াইল-২, ‘ভাড়াটিয়া’ বা জোট প্রার্থী: ক্ষুব্ধ জনতা, বাধাগ্রস্ত স্থানীয় রাজনীতি ও উন্নয়ন অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদের ওপর অত্যাচার যেন অলিখিত নিয়মে পরিণত লালপুরে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিল পুলিশ সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩ পীরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ শিক্ষক ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

জুলাই গণহত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান আটক

‎বিএম নাঈম মাহমুদ / ৬০
Update Time : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা থেকে বের হওয়ার সময় জুলাই গণহত্যা মামলার এক আসামিকে সোমবার (২৯/০৯/২০২৫ইং) জনতা আটক করে। তবে রহস্যজনকভাবে একটি প্রভাবশালী মহলের মধ্যস্থতায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিনি মুক্তি পেয়ে যান।
‎আটক হওয়া ব্যক্তি হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সহ-সভাপতি স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর উত্তর এবং ১নং আন্ধার মানিক ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন খোকন, যিনি এলাকায় বিহঙ্গ খোকন নামে পরিচিত।
‎জুলাই আন্দোলনের নেতা ‘জুলাই যুদ্ধাহত মোঃ কামাল হোসেন’-এর নেতৃত্বে জনতা দুপুর ১টায় চেয়ারম্যান নাসির উদ্দিন খোকনকে আটক করে। পরে তাকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ করীমের রুমে বসিয়ে রাখা হয়।
‎আটককারী জনতা এই হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় পুলিশ প্রশাসন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে অবহিত করেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এক ‘অদৃশ্য প্রভাবশালী’র তৎপরতার কারণে কেউ বিষয়টি নিয়ে মাথা ঘামাননি। এর ফলস্বরূপ, বিকেল ৩টার পর তাকে মুক্তি দেওয়া হয়।
‎ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খোকন জুলাই গণহত্যা সংক্রান্ত ঢাকার আশুলিয়া থানার সিআর ১২৯২/২০২৪, স্মারক নং ১৮৮, তারিখঃ ১৪/১০/২০২৪ ইং হত্যা মামলার আসামি। এই মামলায় তার নাম ১৯ নম্বর সিরিয়ালে রয়েছে। মামলার ১ নম্বর আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২ নম্বর আসামি হলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মামলার বাদী ঢাকার সাভারের মোঃ.  জাহিদ হাসান।
‎নাসির উদ্দিন খোকনের পৈতৃক নিবাস মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নে হলেও তিনি ঢাকায় আশুলিয়া থানাধীন মন্ডল কলনীর ইপিজেড এলাকায় বসবাস করেন।
‎হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খোকন প্রভাবশালী মহলের হস্তক্ষেপে মুক্তি পাওয়ায় স্থানীয় রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রশাসনের ভূমিকা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন:
‎১. ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও চেয়ারম্যান খোকন কীভাবে এখনও দায়িত্বে বহাল আছেন?
‎২. তিনি একটি হত্যা মামলার আসামি হয়েও কীভাবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মতো গুরুত্বপূর্ণ সরকারি মিটিংয়ে নিয়মিত অংশগ্রহণ করেন? তার পেছনের শক্তি কে বা কাহারা?
‎সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায় এড়িয়ে যান। তিনি বলেন, “এটি পুলিশের দেখার বিষয়, আমার নয়।” কার্যত, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর উপর চাপিয়ে দেন তিনি। অথচ তার সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা ও উপজেলা মাসিক সমন্বয় সভায় এই আসামি নিয়মিত উপস্থিত থাকতেন।
‎স্থানীয় জনগণের প্রতিক্রিয়া ও দাবি
‎এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছাত্র-জনতা হত্যা মামলার আসামিকে আইনশৃঙ্খলা মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছেন অনেকে। অন্যদিকে, ইউএনও’র কার্যালয় থেকে আসামির মুক্তি পাওয়ায় প্রশাসনিক দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে।
‎জুলাই আন্দোলনের যোদ্ধারা জানিয়েছেন, নাসির উদ্দিন খোকন জুলাই গণহত্যার একজন দোসর এবং মামলার আসামি। একজন আসামি হয়েও তার প্রশাসনিক কাজে সক্রিয়তা এবং সরকারি মিটিংয়ে উপস্থিতি আইনের শাসনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে।
‎এই ঘটনা স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা মিটিংয়ে আসামির উপস্থিতি এবং তার পরবর্তী মুক্তি, উভয় ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এলাকার সকল শ্রেণিপেশার মানুষ এই ঘটনার একটি উচ্চ পর্যায়ের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে সংশ্লিষ্ট মহলের নিকট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category