প্রশাসনের কঠোরতা এবং মাঠ পর্যায়ের শিক্ষকদের নিষ্ঠা—এই দুইয়ের সমন্বয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতিবাচক পরিবর্তন আসছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর (প্রশাসনিক শাখা) কর্মকর্তা জনাব আবু সেলিম মোল্লা লৌহজং উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এই পরিদর্শনে বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা এবং ভৌত অবকাঠামোর রক্ষণাবেক্ষণ বিশেষ মনোযোগ আকর্ষণ করে। পরিদর্শনকালে তিনি প্রশাসনিক দিকটিকেই প্রাধান্য দেন। তিনি অত্যন্ত যত্নসহকারে বিদ্যালয়ের ক্যাশ রেজিস্টার ও অন্যান্য রেকর্ড রেজিস্টার খতিয়ে দেখেন। বিশেষ করে স্লিপ পরিকল্পনা অনুযায়ী সরকারি অর্থের ব্যবহার কতটা স্বচ্ছ ও নিয়মমাফিক হয়েছে, তা তিনি যাচাই করেন। বিদ্যালয়ের ফাইলপত্রের নির্ভুলতা এবং গুছানো ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এটি প্রমাণ করে, শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রয়েছে।প্রশাসনিক কাজের পাশাপাশি তিনি শ্রেণি কক্ষগুলোতে যান এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও গণিত বিষয়ে তাদের জ্ঞান যাচাই করেন। শিশুদের দ্রুত ও সাবলীল উত্তরে তিনি মুগ্ধ হন। বিদ্যালয়টির সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি ছিল পরিদর্শকের কাছে অত্যন্ত সন্তোষজনক। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে শ্রেণিকক্ষ, শৌচাগার—সবকিছুই পরিপাটি ও পরিচ্ছন্ন ছিল। জনাব আবু সেলিম মোল্লা বিদ্যালয়টির পরিবেশকে ‘আদর্শ’ হিসেবে উল্লেখ করেন এবং এই রক্ষণাবেক্ষণ অব্যাহত রাখার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান।এলাকার অভিভাবক ও সুধী মহল মনে করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই ধরনের নিয়মিত ও নিবিড় পরিদর্শন বিদ্যালয়গুলোর শিক্ষার মান ও প্রশাসনিক স্বচ্ছতা রক্ষায় অত্যন্ত সহায়ক।