রাজধানীর উত্তরায় দ্রুতগামী বাসের ধাক্কায় আরমান মির্জা (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উত্তরা পূর্ব থানার জসিম উদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে আরমানকে কুর্মিটোলা হাসপাতালে নেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরমানের খালা নাজনীন আক্তার বাংলা ইন্ডিপেন্ডেন্টকে জানান, আরমান সম্প্রতি উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। রোববার রাতে আরমানের মা স্ট্রোক করেছিল, তার মাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করে আরমান পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র আনতে আজমপুরের বাসায় গিয়েছিলেন। বাসা থেকে কাগজপত্র হাসপাতালে ফেরার পথে তার মোটরসাইকেলকে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়, পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আরমানের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার পূর্ব হাতিআলা গ্রামে। তার বাবার নাম আবু সুফিয়ান মির্জা। তারা বর্তমানে উত্তরা এলাকাতেই বসবাস করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলা ইন্ডিপেন্ডেন্টকে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।