রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে ১কোটি ৬১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় মাগুরায় কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫ উদ্বোধন পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বার্তা নিয়ে নির্বাচনী প্রচারনায় ওয়াদুদ ভূইয়া পটুয়াখালী গলাচিপার চরবাংলায় খাস জমি নিয়ে হামলা জাতীয় ঈদ্গাহের সামনে ড্রামের ভিতর খণ্ডিত মরদেহ উদ্ধার বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম এর মাগুরা জেলা কমিটি গঠন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা

মোঃ মাহিন খান / ৫২
Update Time : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

 ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে ঝালকাঠির রাজাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের সঞ্চালনায় সভায় মা ইলিশ রক্ষা, জাটকা নিধন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিসহ প্রশাসনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, দেশের অর্থনীতি ও জীবিকায় এর অবদান অপরিসীম। মা ইলিশ রক্ষা না করলে ভবিষ্যতে ইলিশের প্রাপ্যতা মারাত্মকভাবে হ্রাস পাবে। তাই সরকার ঘোষিত সময়কালে নদীতে ইলিশ আহরণ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।”
তিনি আরও বলেন, এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।
সভায় রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় জেলেদের বোঝানোর পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কাজে নদীতে নৌপুলিশ ও নিয়মিত টহল জোরদার করা হবে।
এছাড়া সভায় উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নানা পরামর্শ দেন। তারা মা ইলিশ সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রাজাপুরে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category