ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নাম মুছে ব্যক্তির নাম লেখা ও এনটিআরসি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২:৩০ টায় কাঠালিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম খান।
তিনি অভিযোগ করে বলেন, বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা এনায়েত জমাদ্দার বিদ্যালয়ের ভবনের নাম মুছে ‘এনায়েত জমাদ্দার মাধ্যমিক বিদ্যালয়’ নামে লিখে রাখেন। এছাড়া এনটিআরসি’র নিয়োগপ্রাপ্ত তিনজন শিক্ষক—সহকারী শিক্ষক (ইংরেজি) রেজওয়ান হাসান, সহকারী শিক্ষক (গণিত) হাসান জমাদ্দার এবং সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) সিনিগ্ধা আক্তার সুমা—এর এমপিও ভুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে বাদল হাওলাদার নামের এক তথাকথিত সাংবাদিকসহ এনায়েত জমাদ্দার, দেলোয়ার সিকদার ও তাদের সহযোগীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
প্রধান শিক্ষক আরও বলেন, টাকা না পেয়ে তারা বিদ্যালয়ের মাঠসংলগ্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন। তিনি অভিযোগ করেন, এনায়েত জমাদ্দার ও দেলোয়ার সিকদারসহ তাদের সহযোগীরা বিভিন্ন মোবাইল নম্বর (০১৯১১৪৭৭৯৪৯, ০১৮৮৬৪৭৭৯৪৯ ও ০১৭৪২১৭৫৪২৮) ব্যবহার করে তাকে ও নতুন নিয়োগপ্রাপ্ত তিন শিক্ষককে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
তিনি আরও জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাঠালিয়াকে লিখিতভাবে অবহিত করা হলেও চাঁদাবাজ চক্রটি এখনও সক্রিয় রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন—সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ রেজওয়ান হাসান, সহকারী শিক্ষক (গণিত) মোঃ হাসান জমাদ্দার, সহকারী শিক্ষক শিমু আক্তার এবং অফিস সহকারী মোঃ মনির হোসেন।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক মাওলানা ইব্রাহিম, বাবু তপন রায়, মোঃ ইব্রাহিম তালুকদার, বাবু রমেশ হাওলাদার, সুবেদ চন্দ্র রায়, রোজিনা আক্তার, মোসাঃ তানিয়া আফরিন, কর্মচারী মোঃ শামিম হাওলাদার, পুতুল রানী ও আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।