রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে ১কোটি ৬১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় মাগুরায় কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫ উদ্বোধন পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বার্তা নিয়ে নির্বাচনী প্রচারনায় ওয়াদুদ ভূইয়া পটুয়াখালী গলাচিপার চরবাংলায় খাস জমি নিয়ে হামলা জাতীয় ঈদ্গাহের সামনে ড্রামের ভিতর খণ্ডিত মরদেহ উদ্ধার বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম এর মাগুরা জেলা কমিটি গঠন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই

Sn Sourav / ১৭
Update Time : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি আশ্বাস দেন। বুধবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মামুনুর রশিদ মামুন বলেন, “আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আসন্ন নির্বাচন। মহানগর নেতাকর্মীরা মিলেমিশে মাঠে নামবে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে এবং তাকে জেতাতে যা যা দরকার, আমরা তা করব।” তিনি আরও উল্লেখ করেন, বড় দলে পদ নিয়ে প্রত্যাশা থাকে এবং পদ না পাওয়ায় কেউ কেউ হতাশ হতে পারেন। তবে তিনি আশা প্রকাশ করেন যে, সকল নেতাকর্মী ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর জয়ের জন্য কাজ করবে।

সম্প্রতি, বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

মতবিনিময় সভায় আরও জানানো হয়, আসন্ন নির্বাচনকে গুরুত্ব দিয়ে দল পরিকল্পনা সাজিয়েছে। দলের নির্দেশনা অনুযায়ী, যারা ধানের শীষে মনোনয়ন পাবে, তাদের পক্ষেই সকল নেতাকর্মী প্রচার চালাবে। নবগঠিত ১৪ সদস্যের কমিটি ইতোমধ্যে স্থানীয় ৬টি আসনের প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category