খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি স্বর্ণের দোকানসহ ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাতের পরপরই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী জানান, রাত সাড়ে ১২টার দিকে প্রবল বর্ষণ ও বজ্রপাতের সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যেই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালান।
খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের একটি দল রাত পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের দুটি স্বর্ণের দোকানসহ ২৩টি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বলেন,আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে প্রবল বৃষ্টির কারণে আগুনের তীব্রতা কিছুটা কমে আসে, না হলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস দল পৌঁছাতে দেরি হয়েছে। এ কারণেই এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে একটি ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জানিয়ে আসছি, কিন্তু তা এখনো পূরণ হয়নি।
মহালছড়িতে স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ।