বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ৩ নং চরএককরিয়া ইউনিয়নের কাচিয়া গ্রামে চাপরাশি বাড়ির পথ আটকে সুপারি চারা রোপণ ও ভেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের বাচ্চু বেপারীর বিরুদ্ধে (৪ নভেম্বর) রোজ মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে গণমাধ্যম কর্মীরা জানেন যে চাপরাশি বাড়ির লোকজন গত প্রায় ২০০ শত বছর যাবত এই পথ ব্যবহার করে আসছেন কিনতু কিছুদিন আগে চাপরাশি বাড়ির সিরাজুল ইসলাম চাপরাশি ৪৮ শতাংশ জমি বিক্রি করে সেই জমি সল্প মূল্যে ক্রয় করতে চান বাচ্চু বেপারী কিনতু সেই জমি বেশি মূল্য পেয়ে অন্যজনের কাছে বিক্রি করায় প্রতিহিংসাপরায়ণ হয়ে তাদের বাড়ির পথে সুপারি চারা রোপণ এবং ভেড়া দিয়ে আটকে দেয় বাচ্চু বেপারী, মিন্টু বেপারী, ভাবলু বেপারী সহ কয়েকজন।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম চাপরাশি বলেন আমরা বাপ দাদা আমল থেকে এই পথ ব্যবহার করে আসছি এবং কখনো আমাদের প্রতিবেশী কারো সাথে আমাদের জমিসংক্রান্ত কোন বিরোধ ছিলো না শুধুমাত্র আমাদের একটা জমি বিক্রি করা কে কেন্দ্র করে বাচ্চু বেপারী গংরা অন্যায় ভাবে আমাদের বাড়ির পথটা আটকে রেখেছে। এটাই আমাদের বাড়ির যাতায়াতের একমাত্র মাধ্যম পথ আটকে দেওয়ার কারণে আমাদের ছেলে মেয়েরা ঠিক মত স্কুল কলেজে যেতে পারছেনা আমরা এ সমস্যার দ্রুত সমাধান চাই সমাধান নাহলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো।
সুপারি চারা রোপণ ও ভেড়া দেওয়ার ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বাচ্চু বেপারী গণমাধ্যম কর্মীদের বলেন এই জমি আমাদের পূর্ব পুরুষদের জমি এটা কোন বাড়ির পথ নয় আমাদের জমি বলেই আমরা বাঁশের ভেড়া দিয়েছি এবং সুপারী চারা রোপণ করেছি।
নামপ্রকাশে অনিচ্ছুক এই এলাকার তাদেরই এক প্রতিবেশী বলেন আমরা ছোট থেকেই দেখছি ঐ পথটা চাপরাশি বাড়ির লোকজন ব্যবহার করে আসছে কিনতু গত কয়েকদিন আগে বাচ্চু বেপারী সহ কয়েকজনকে দেখলাম সেখানে সুপারী চারা রোপণ করছে এবং ভেড়া দিয়ে রেখেছে৷