অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে মাগুরা দুইটা আসনে বিএনপির নমিনেশন পেলেন, মাগুরা ১ আসন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খান, এছাড়া, মাগুরা ২ আসনের নমিনেশন পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট নেতাই রায় চৌধুরী।
প্রার্থীদের পক্ষের লোকজন জেলার বিভিন্ন বাজারে মিষ্টি খেয়েছেন ও বিতরন করেছেন। এছাড়া বিএনপির প্রতিপক্ষরা বিভিন্ন বাজারে রাতেই আগুন মিছিল ও বিভিন্ন গ্রাম অঞ্চলে উভয় পক্ষের মারামারিতে অনেকেই নড়াইল মাগুরা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বিশেষ করে মুহাম্মদ তোর উপজেলার নোহটা ইউনিয়নের মোবারকপুর ও মশাখালী গ্রামে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে কাল রাতে ও আজ সংঘর্ষে বাড়ির ঘর ভাঙচুর ও মারামারিতে উভয়পক্ষের অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।