মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতারণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বশী শীল, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা সজল আহম্মদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারি, সহকারি পুলিশ সুপার আসিফ আল নাহিয়ান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা চেম্বারের সভাপতি আখতার হোসেন, বিসিকের উপ পরিচালক অর্জুন কুমার,প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক বলেন, মাগুরা জেলাকে পুড়া পরিত্যক্ত ভৌজ্যতেল মুক্ত করতে হবে। আর সবার সহযোগিতা থাকলে মাগুরা জেলা হবে দেশের প্রথম পোড়া তেল মুক্ত জেলা। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ তৈল নিজের গরজে ব্যবসায়ীদের পূন ব্যবহার না করার জন্য জেলা প্রশাসক আহবান জানান। সভায় জেলা শহরের হোটেল, বেকারী, চানাচুর ফ্যাক্টরীর মালিকরা উপস্থিত ছিল। তারা তাদের পোড়া তৈল ব্যবহার না করে বিক্রি করবে বলে জানান।