সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইন্দুরকানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯ দিন ধরে অনশনে হিন্দু তরুণী সোনারগাঁয়ে ভূমি সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম,সেবাগ্রহীতাদের সাধুবাদ নড়াইল-২, ‘ভাড়াটিয়া’ বা জোট প্রার্থী: ক্ষুব্ধ জনতা, বাধাগ্রস্ত স্থানীয় রাজনীতি ও উন্নয়ন অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদের ওপর অত্যাচার যেন অলিখিত নিয়মে পরিণত লালপুরে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিল পুলিশ সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩ পীরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ শিক্ষক ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

একজন সফল ও জনবান্ধব ইউএনও ফারজানা রহমান

মোঃ নুর নবী জনি / ৭৮
Update Time : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর সফলতার সাথে এক বছর পার করলেন। একই সাথে তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে সহজেই সোনারগাঁ উপজেলার সকল মানুষের কাছে একজন প্রিয় মানুষ হয়ে ওঠেন । তিনি ৩৪ তম ব্যাচে বিসিএস ক্যাডার (প্রশাসন) লাভ করেন।এর আগে তিনি কক্সবাজার সদরে নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। মেধা-মননে একজন সুদক্ষ সরকারি প্রশাসনের ক্যাডার অফিসার হিসেবে ফারজানা রহমানের যথেষ্ট প্রশংসা রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সোনারগাঁ উপজেলায় যোগদান করেন। অত্যন্ত সুদক্ষ প্রশাসনিক সমন্বয়, বিচক্ষণতার সাথে সদাশয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করার প্রশংসা রয়েছে তার। প্রতি মাসে তিনি গণশুনানির মাধ্যমে ৫০০ জনের ভূমি সংক্রান্ত গণশুনানি করেন যা বর্তমানে ও চলমান। এছাড়াও যৌতুক-বাল্যবিবাহ রোধ, বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনার বালু উত্তোলন, ইভটিজিং প্রতিরোধ, ইউনিয়ন পরিষদ পর্যবেক্ষণ, শান্তিপূর্ণ নিরপেক্ষ অনুষ্ঠানে ভোটারদের আস্থা অর্জন, বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করছেন সমাজের এই মহিয়সী নারী ।সাম্প্রতিক বাস্তবতায় এলাকায় সম্প্রীতি সুরক্ষায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্প্রীতি সুরক্ষা কমিটি গঠনপূর্বক স্থানীয়দের মাঝে সম্প্রীতি সুদৃঢ়করণের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করছেন। ত্রাণ কার্যক্রম তদারকি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সমাজসেবা বিভাগ, মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে নারী-শিশু নির্যাতন প্রতিরোধ ও উন্নয়ন, আশ্রয়ণ প্রকল্পসহ সরকারের সেবামূলক বিষয়গুলো নিবিড় তদারকি করছেন সমাজের মানুষের প্রেরণাদানকারী এই ইউএনও।এছাড়াও তিনি সফলতার সাথে মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং এবং স্বচ্ছতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে গৃহহীনদের সরকারি ঘর বরাদ্দ দেয়াই তিনি সহজেই জীবননগর উপজেলা বাসির কাছে প্রশংসিত হন। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গত বছর রাত জেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, যে কোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদানসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল অন্যতম।সোনারাগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান বলেন, আমি সোনারগাঁ উপজেলায় যোগদানের পর থেকে প্রতিনিয়ত চেষ্টা করছি সোনারগাঁ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার। সেই সাথে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে এবং ডিসি মহোদয়ের দিকনির্দেশনায় আমি চেষ্টা করেছি সরকারের সকল কর্মকাণ্ড সুন্দরভাবে পালন করার। একই সাথে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার।তিনি আরো বলেন, সোনারগাঁ উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আমি আমার কর্মধারা অব্যাহত রাখতে পারব বলে আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category