লক্ষ্মীপুরের, রায়পুরে,কেওড়া ডগি নামের গ্রামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শিশুটির নাম, অর্নব মহাজন, পিতার নাম, কাজল মহাজন,
প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, শিশুটির বাবা,মা কাজে ব্যস্থ থাকায়, কোন ফাঁকে তাদের আদরের সন্তান পনিতে পড়ে যায় তারা বলতে পারবে না। হঠাৎ শিশুটিকে না দেখতে পেয়ে তারা খোঁজা খুঁজি করতে লাগল, কাথাও না পেয়ে পুকুরে ঘাঠে গিয়ে দেখতে পায় সন্তান ভেসে উঠেছে, সাথে সাথে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, জরুরি বিভাগের চিকিৎসক ডা : মাহির হোসেন তখন শিশুটিকে মৃত ঘোষনা করেন,
শিশুটির বাবা, মা, অচেতন হয়ে বাড়িতে পরে আছে,
শিশু টিকে হাসপাতালে নিয়ে আসা একজন, কান্নায় ভেঙে পড়েন, আর বলতে লাগলেন, আমার ভাই আমি কাজ শেষে বাড়ি ফিরলেই আমার কাছে দৌড়ে চলে আসত, মটরসাইকেলে উঠার জন্য, একটু বিস্কুট দিলে, অনেক খুশি হত,
এখন কে আসবে আমার কাছে, মটরসাইকেলে উঠার জন্য,
গত ১ বছরে প্রায় ১৫/২০ জন শিশুর মৃত্যু হয় পানিতে পরে, এ বিষয়ে অভিভাবকদের অবশ্যই সচেতন হওয়া উচিত,