রাজবাড়ী-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, জেলার বহুমুখী উন্নয়নের কারিগর, তিনবারের নির্বাচিত পৌরপিতা (হ্যাট্রিক মেয়র )ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বিএনপির নেতা ও তারেক রহমানের মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ী জেলা সদরের ২৮ কলোনি গোরস্থান পরিদর্শন করেন।৪ঠা নভেম্বর সকাল ১০ টায় সেখানে তিনি তাঁর প্রয়াত মা-বাবা ও আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দোয়া ও মোনাজাত শেষে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী পথসভা শুরু করেন। সকাল সাড়ে ১০:৪৫ মিঃ দিকে শুরু হওয়া এই অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, বুদ্ধিজীবী, দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মোনাজাত শেষে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম দেশ ও জেলার কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকলের দোয়া কামনা করেন। তিনি বলেন,
“১৭ বছরের হারিয়ে যাওয়া বাকস্বাধীনতা ও লুন্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”
উপস্থিত জনতা তাঁকে উন্নয়নের পরীক্ষিত সৈনিক হিসেবে উল্লেখ করে রাজবাড়ী জেলার অগ্রযাত্রায় তাঁর প্রতি নতুন আস্থা ও আশার প্রকাশ করেন।