যশাের-ঝিনাইদহ মহাসড়ক উনয়ন প্রকল্পের শুনানি সােমবার কালক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়। ক্ষতিপুর, জমি অধিগ্রহণ, তালিকা ব্যবসায়ীদর নতুন কর নাম অÍর্ভুক্ত করণসহ বিভিন দাবীতে ৫২ জন আবেদনকারীদের নিয় শুনানী হয়। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বাজার মূল্যে ক্ষতিপুরন পাওয়ার প্রস্তাব রাখেন।
গত ৪ সেপ্টেম্বর সভা কক্ষে অনুষ্ঠিত হয় জেলা ভুমি অধিগ্রহণ বিষয়ক সভা। সভায় আলাচনা হয়, উইকেয়ার রাড-১, যশাের-ঝিনাইদহ উন্নয়ন প্রকল্প যশাের-ঝিনাইদহ সড়কের উন্নয়নকরা হবে। উন্নয়নের লক্ষে নির্মান করা হবে ফ্লাইওভার কাম রেলওয়ে ওভার পাস। আরবপুর থক চাঁচড়া ২কিলামিটার ফ্লাইওভার কাম রেলওয়ে ওভার পাস। সাতমাইল বাজারে ১৫ মিটার ফ্লাইওভার ও চুড়ামনকাটি বাজারে ১০০ মিটার ফ্লাইওভার। একাজ যসব ব্যবসায়ী ও জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিভিন্ন দাবীতে আবেদন করেছে জেলা প্রশাসনের কাছে। আবেদনের প্রেক্ষিত জেলা প্রশাসনের উদ্যােগে জরিপ করে যারা ক্ষতিগ্রস্ত হবে,তাদর তালিকা করেছ। সেইসাথে যারা জমির ক্ষতিপুরণর দাবীত সাতমাইল, হৈবতপুর, চুড়ামনকাটি, ছাতিয়ানতলা, সানতলার বাসিন্দারা আবেদন করেছেন। শুনানীতে আবেদনকারীর বক্তব্য শােনা হয়।
অতিরিক্ত জপলা প্রশাসক সার্বিক বন, যশাের-ঝিনাইদহ সড়ক উন্নয়নের ক্ষেত্রে মালিকানা জমির উপর স্থাপনা থাকলে জমির মালিককে সরকারি মূল্যে ক্ষতিপুরণ দেয়া হবে। যাদের স্থাপনা সড়কের জায়গায় থাকলে তারা ক্ষতিপুরণ পাবে না। যেসব ব্যবসায়ীদের নাম থাকবে, তাদপর নাম বাদ দিয়ে নুতন নাম অন্তর্ভুক্ত করার সুযাগ নেই। আরএস ম্যাপ অনুযায়ী ক্ষতিপুরণ দেয়া হবে। সর্বশেষ রেকর্ড অনুযায়ী জমি অধিগ্রহণ করা হবে।
সাতমাইল বাজারের ব্যবসায়ী শামসুল আরিফ জানান যশাের-ঝিনাইদহ সড়ক উন্নয়নে তার পুরাে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পুকুর ক্ষতিগ্রস্ত হচ্ছ। এতে করে তিনি বড় বিপাকে পড়বেন। তাই কালিগঞ্জ মজা মূল্যে ক্ষতিপুরণ দাবী করেছেন। চুড়ামনকাটির বাসিন্দা চিত্তরঞ্জন জানান, তার ৯ শতক জমি, মার্কটর বারােয়ানা ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি বাজার মূল্যে ক্ষতিপুরণ চেয়ে আবেদন করেছেন।
এ ব্যাপার যশার-ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-৩ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খ ম নকীবুল বারী জানান, শুনানীর পর জমি ,ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তদের সাতধারা দেয়া হবে। এরপর জমি ¯মালিকদের মূল্যায়ন কর ক্ষতিপুরণ দয়া হব। ক্ষতিপুরণ দেয়ার পর যশাের-ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হবে।