সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইন্দুরকানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯ দিন ধরে অনশনে হিন্দু তরুণী সোনারগাঁয়ে ভূমি সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম,সেবাগ্রহীতাদের সাধুবাদ নড়াইল-২, ‘ভাড়াটিয়া’ বা জোট প্রার্থী: ক্ষুব্ধ জনতা, বাধাগ্রস্ত স্থানীয় রাজনীতি ও উন্নয়ন অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদের ওপর অত্যাচার যেন অলিখিত নিয়মে পরিণত লালপুরে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিল পুলিশ সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩ পীরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ শিক্ষক ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নোয়াখালী চাটখিলে ভূমি অফিসে ভূমি সেবা পাচ্ছে না সেবাপ্রার্থীরা

মোঃ হানিফ  / ৯৮
Update Time : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

নোয়াখালীর চাটখিল উপজেলা ভূমি সেবাপ্রার্থীরা গত ৬ মাস ধরে ভূমি সেবা পাচ্ছেন না। এতে করে ভূমি ক্রয়-বিক্রয়, জমাখারিজ, ভূমি হস্তান্তর, ভূমি কর সংক্রান্ত বিষয়ে নানা জটিলতায় ভুগছে সেবাপ্রার্থীরা। এছাড়া ভূমি অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর অসৌজন্যমূলক আচরণ, প্রত্যেক কাজে টাকা দাবি, দাবিকৃত টাকা নিয়েও যথাসময়ে কাজ না করায় সেবা প্রার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন লোকজন ভূমিসেবা না পেয়ে চাটখিল প্রেসক্লাবে এসে বিভিন্ন অভিযোগ করে থাকেন।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৬ মাস আগে সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান গত  (২৯ এপ্রিল) হঠাৎ  বদলী হয়ে চাটখিল ত্যাগ করেন। তার কিছুদিন পরপরই তার স্থলে নিশাত ফারাবী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি সেবাপ্রার্থীদের সঠিক সেবা না দিয়ে হয়রানি করতে থাকে। এরপর গত (১০ আগস্ট) তিনি ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিয়ে কর্মস্থল চাটখিল ত্যাগ করেন। কাগজে কলমে তার অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বে থাকলেও তিনি উপজেলা চেয়ারম্যান, পৌর প্রশাসক সহ বিভিন্ন দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় ভূমি অফিসে তেমন সময় দিতে পারছেন না। তাই দিনের পর দিন সেবা প্রার্থীরা সেবা না পেয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।
এছাড়া ভূমি অফিসের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা (নাজির) মোঃ জসিম উদ্দিন (লম্বা জসিম) টাকা নিয়েও যথাসময়ে কাজ না করিয়ে মানুষকে হয়রানি করে। কেউ এর প্রতিবাদ করলে প্রতিবাদ কারীদের নাজেহাল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি দীর্ঘদিন এখানে থেকে ভূমি অফিসে কাজকর্মের ব্যাপারে স্থানীয় কয়েকজনকে তার দালাল হিসেবে নিয়োগ করে। সেবা প্রার্থীরা তার সাথে কথা বলতে চাহিলে তিনি দালাল দেখিয়ে দেন।
সেবাপ্রার্থী ফাওড়া গ্রামের মোজাম্মেল লিটন, রামদেবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যা, পৌরসভার সুন্দরপুরের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, পরকোট গ্রামের ব্যবসায়ী মাসুদ মধু, দশঘরিয়া গ্রামের রিপন ভূমি অফিসের বিরুদ্ধে এসব হয়রানি ও ফাইল ঠেকিয়ে অর্থ নেওয়ার অভিযোগ করেছেন।
এই ব্যাপারে উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন (লম্বা জসিম) তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সেবা প্রার্থীদের যে কোন বিষয়ে সরাসরি তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category