ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার লেবুবুনিয়া ঢালাই ব্রিজ এলাকা থেকে জোরপোল পর্যন্ত রাস্তার দু’পাশে ফুল, ফল, বনজ ও ঔষধি গাছের মোট ১ হাজার ৩০টি চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে উদ্বোধন করেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মাহমুদুল হাসান স্বপন, শিক্ষক আলমগীর মাওলানা, সমাজসেবক ইউসুফ সিকদার প্রমুখ।