রাজবাড়ী শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। রবিবার দুপুরে রাজবাড়ী–শ্রীপুর সড়কের পাবলিক হেলথ কার্যালয়ের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে রিয়াদ আলি শেখ (১৫) নামে এক কিশোর।
নিহত রিয়াদ সদর উপজেলার ধুলদি দাদশি এলাকার রহত আলি শেখের ছেলে। জীবনের শুরুতেই সংসারের হাল ধরেছিল সে—স্থানীয় কাদেরিয়া বেকারিতে চাকরি করত। দোকানের মালপত্র কিনতে পাঠানো হয়েছিল তাকে, কিন্তু কে জানত সেটাই হবে তার জীবনের শেষ পথচলা।
পথে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে শ্রীপুর থেকে বড়পুলের দিকে ফিরছিল রিয়াদ। ফায়ার সার্ভিসের সামনে পৌঁছাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক জানান, ততক্ষণে রিয়াদ আর বেঁচে নেই।
অকাল মৃত্যুর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রিয়াদের সহকর্মী ও প্রতিবেশীরা বলছেন, “ও ছিল পরিশ্রমী আর হাসিখুশি ছেলে। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল ওর।”
শোকাভিভূত পরিবার এখন বাকরুদ্ধ। কিশোর রিয়াদের অপমৃত্যু শুধু একটি পরিবারকেই নয়, রাজবাড়ীর সাধারণ মানুষকেও নাড়িয়ে দিয়েছে গভীর বেদনায়।