মাগুরা সদর উপজেলার বলুকগ্রামে সমাজসেবক বাদশা মোল্যা হত্যার প্রতিবাদে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুর ৩টার দিকে বলুকগ্রাম এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নিহত বাদশা মোল্যার পরিবারের সদস্যরা ও এলাকাবাসী অংশ নেন। তারা দ্রুত হত্যাকাণ্ডের আসামি আনোয়ার ও তার ছেলে আবিরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ২৪ অক্টোবর (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে সালিশি বিচারের সময় প্রতিপক্ষের হামলায় বাদশা মোল্যা (৫০) হাতুড়ি দিয়ে পিটিয়ে নিহত হন বলে অভিযোগ রয়েছে।
মানববন্ধনে নিহতের মেয়ে নুপুর পারভিন বলেন,“আনোয়ার ও তার ছেলে আবিরের ফাঁসি চাই। থানায় মামলা করার পরও এখনো তারা ধরা পড়েনি—এটা খুবই দুঃখজনক। আমাদেরকে যারা পরিকল্পিতভাবে এতিম করেছে, আল্লাহ যেন তাদের বিচার করেন।”
নিহতের স্ত্রী আরজিনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন,“স্বামীহারা শোক কাটিয়ে ওঠার আগেই আমি চাই খুনিদের বিচার হোক। আমার স্বামীর মতো যেন আর কেউ সমাজের উপকার করতে গিয়ে প্রাণ না হারায়।”
গ্রামবাসী সাহিদ মোল্লা বলেন,“বাদশা মোল্যা ছিলেন সমাজসেবক ও সবার উপকারে আগ্রহী মানুষ। তুচ্ছ এক ঘটনায় আবির তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে—এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার চাই।”
নিহতের ছেলে রাজিব মোল্লা বলেন,
আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি সমাজে সুনাম অর্জন করেছিলেন, আর সেই কারণেই আনোয়ার ও তার ছেলে ঈর্ষান্বিত হয়ে তাঁকে হত্যা করেছে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি, যেন আর কোনো পরিবার এতিম না হয়।”
স্থানীয়রা জানান, বাদশা মোল্যা ছিলেন বলুকগ্রাম এলাকার একজন জনপ্রিয় সমাজসেবক ও সালিশি প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তাঁর হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।