মোঃ আব্দুল মান্নান রাড়ি
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষী সাকিনের ২নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মোঃ সাহেব আলী মাঝি গং ও মোঃ মিন্টু রাড়ি গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে রায়পুর থানা কর্তৃপক্ষ স্থানীয় কৃষক দলের আহ্বায়ক ও ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাসিন্দা মোঃ আব্দুল মান্নান রাড়িকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানাতে অনুরোধ করেন। পরবর্তীতে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
মোঃ আব্দুল মান্নান রাড়ি জানান, “আমি সবসময় বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান ও জননেতা আবুল খায়ের ভূঁইয়া সাহেবের আদর্শ বুকে ধারণ করে চলি। তাদের মূল লক্ষ্য জনগণের সেবা করা — আমিও সেই নীতিতেই কাজ করে যাচ্ছি। কিন্তু একটি কুচক্রী মহল আমার এই জনপ্রিয়তা ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে। তারা বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কুৎসা রটনা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি জনগণের সেবক হিসেবে সবসময় শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করি। এই ঘটনাটি নিয়ে যাতে কেউ বিভ্রান্ত না হয়, সে বিষয়ে আমি প্রশাসনের সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মান্নান রাড়ির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে বলে জানা গেছে।