সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দীঘিনালায় অবৈধ ইটভাটায় ইউএনও’র অভিযান ফরিদগঞ্জে দরিদ্র নারীকে ফাঁকি দিয়ে সরকারি চাল চুরির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‎দরিদ্র নারীদের অর্থের প্রলোভন দেখিয়ে সমাবেশে এনে প্রতারণার অভিযোগ হাসান মামুন ছাড়া কেউ নয়, দশমিনা-গলাচিপা বিএনপির ঐক্যবদ্ধ ঘোষণা আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় ধানের দাম কম বিপাকে কৃষক বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত ফ্যাসিস্ট আ.লীগ পেশাজীবি সংগঠনগুলোকে লেজুড়বৃত্তিক করে রেখেছিলো

জামালপুর -২ ( ইসলামপুর) আসনে ভোটের হাওয়া

মো: মেহের উল্লাহ  / ১০৩
Update Time : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসলামপুর উপজেলায় বইছে ভোটের হাওয়া। প্রাণচাঞ্চল্য ফিরেছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘ দেড় দশক পর পছন্দের প্রার্থীকে সমর্থন জানাতে ও ভোট দিতে অপেক্ষা করছে ভোটাররা। সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে পরিচিত হতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা নিয়মিতভাবে সভা-সমাবেশ, পথসভা, গণসংযোগ ও তাদের পছন্দের প্রার্থীদের সমর্থন জানাতে উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাটে, বাজারে টানিয়েছে ব্যানার-ফেস্টুন।
ইসলামপুর-২ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৭০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪২ হাজার ৯৩০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৭৭৭ জন।
যমুনা ও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরাঞ্চলবেষ্টিত ইসলামপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী চারজন। তাদের মধ্যে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। সবাই গণসংযোগ, সভা-সমাবেশ করছেন।
তাদের একজন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি ১৯৯১ সাল থেকে টানা পাঁচবার নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে অংশগ্রহণ করে ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুলতান মাহমুদ বাবু নির্বাচিত হয়ে ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উন্নয়নমূলক কাজ করেছেন।
ইসলামপুর উপজেলার বিএনপির আরেকজন মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আব্দুল হালিম। তিনি মন্ত্রিপরিষদ সচিব থাকাকালে ইসলামপুরে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এখনো উপজেলায় প্রতিটি ইউনিয়নে নিয়মিত নির্বাচনী গণসংযোগ করছেন। বিএনপি নেতা-কর্মীদের নিয়ে সাধারণ মানুষ ও যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের খোঁজখবর নিচ্ছেন, তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা ছাড়াও ইসলামপুরে বিএনপি নেতা-কর্মীদের নিয়ে সভা-সমাবেশ করছেন। সাধারণ ভোটারদের মধ্যে তার রয়েছে জনপ্রিয়তা। তিনি ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত।
ব্রেকিং নিউজ ডটকম ডটবিডির জামালপুর প্রতিনিধি মুকুল রানা নির্বাচনী বিষয়ে সাক্ষাৎকারকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আব্দুল হালিম বলেন, “বিএনপি নেতা হিসেবে নয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন কর্মী হিসেবে দলের জন্য এলাকায় কাজ করে যাচ্ছি। দুর্দিনের বিশ্বস্ত কর্মীকেই আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেবেন বলে আমি বিশ্বাস করি।”
অপরদিকে ইসলামপুরে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু স্থানীয়ভাবে বিএনপি নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ, বিক্ষোভ মিছিল, সভা, সমাবেশ করছেন। ব্রেকিং নিউজ ডটকম ডটবিডির জামালপুর প্রতিনিধি মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সাক্ষাৎ নেওয়ার জন্য তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী এই আসনে একক প্রার্থী। তিনি ভোটের মাঠে জানান দিতে গণসংযোগ করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজীও এই দলের একক প্রার্থী হিসেবে গণসংযোগ ও সভা-সমাবেশ করছেন।
এ ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে শরিফুল ইসলাম ফরহাদ ও অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া জনসংযোগ ও সভা-সমাবেশ করছেন। গণঅধিকার পরিষদ ও জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করেছে। তবে এই দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে কারো মাঠে সরব ভূমিকা এখনো দেখা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category