পীরগঞ্জে অনুষ্ঠিত হলো কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা রংপুরের পীরগঞ্জে গতকাল, ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে বহু প্রতীক্ষিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুর জেলার পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে রংপুর জেলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে এই কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। মেধা অন্বেষণ এবং শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয় এবং পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।