“বৈষম্যের বিরুদ্ধে” এই স্লোগানকে ধারণ করে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবে পালিত হয়েছে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার কাঠালিয়া প্রতিনিধি মোঃ আব্দুর রহিমের উদ্যোগে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম। সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়সাল আহমেদ মিঠু, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য মাহফুজুর রহমান গাজী, ডা. সূজিদ বৈদ্য ও সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন অপু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সিয়াম হোসাইন, মোঃ রফিক, মোঃ জামাল, মোঃ ইউসুফ, মোঃ মোন্তাসির প্রমুখ।