সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসান মামুন ছাড়া কেউ নয়, দশমিনা-গলাচিপা বিএনপির ঐক্যবদ্ধ ঘোষণা আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় ধানের দাম কম বিপাকে কৃষক বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত ফ্যাসিস্ট আ.লীগ পেশাজীবি সংগঠনগুলোকে লেজুড়বৃত্তিক করে রেখেছিলো কাঠালিয়ায় বন্ধ ব্রিজের কাজ দ্রুত শেষের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ‎নান্দাইলে জনতার দরজায় দরজায় অ্যাডভোকেট চান রাজবাড়ী জেলার গোয়ালন্দের দেবগ্রামে গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে

চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত ইসলাম মিয়া মেমোরিয়াল সিসিএল আন্তঃস্কুল দাবা দল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

আহমদ উল্লাহ   / ১৪
Update Time : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দাবা শুধু একটি খেলা নয়—এটি যুক্তিবোধ, মনোযোগ ও কৌশলগত চিন্তার বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের মাঝে এ ধরনের মানসিক ক্রীড়ার প্রসার ঘটলে তারা ভবিষ্যতে নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যার সমাধানে আরও দক্ষ হয়ে উঠবে।
বৃহস্পতিবার চিটাগাং ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত “ইসলাম মিয়া মেমোরিয়াল সিসিএল আন্তঃস্কুল দাবা দল চ্যাম্পিয়নশিপ ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, “যে জাতির তরুণরা যুক্তি ও চিন্তার চর্চায় এগিয়ে, সেই জাতি কখনও পিছিয়ে থাকে না। দাবা প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও মেধার চর্চা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম।  প্রধান হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিমিটেডের চেয়ারম্যান জনাব শোভন এম. শাহাবুদ্দিন (রাজ)।
এ সময় বক্তারা বলেন, ইসলাম মিয়া মেমোরিয়াল দাবা প্রতিযোগিতা চট্টগ্রামে তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইতিবাচক ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং উদ্বোধনের পর প্রথম রাউন্ডের খেলা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category