মাগুরায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (২য় পর্যায়)।
সভায় সভাপতিত্ব করেন মাগুরার স্থানীয় সরকার উপপরিচালক মোঃ আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর জাকির হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াসুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এসডব্লিউএস নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী, ইসাডো’র নির্বাহী পরিচালক ইমাম বাকের, স্বাস্থ্যসেবা সংস্থার নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম, তাসুকুজ্জামান, সাংবাদিক ইমরান হোসেন.শিউলি আক্তার উপজেলা সমন্বয়কারি,সাংবাদিক মো:সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভা সঞ্চালনা করেন গ্রাম আদালতের জেলা সমন্বয়ক জিনা রুল ইসলাম জিন্না।
সভায় জানানো হয়, গত তিন মাসে জেলায় ১১৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বক্তারা বলেন, গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “গ্রাম আদালতের সেবাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনগণ যেন এ আদালতের সুফল ভোগ করতে পারে, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।”