ফেনীতে মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৮ অক্টোবর) রাতে ফেনী সদর উপজেলার বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—
একটি প্রাইভেটকারে করে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছে। খবর পেয়ে র্যাবের একটি দল ফেনী বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি থামানোর সংকেত দেয়।
এ সময় গাড়িচালক পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করে। পরে প্রাইভেটকারের ভেতর প্লাস্টিক মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—খাগড়াছড়ি সদর উপজেলার মাটিরাঙ্গা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. খোকন (৪০), কুমিল্লার লালমাই উপজেলার মনির হোসেনের স্ত্রী খোরশিদা বেগম (৩৫) ও একই এলাকার নূর নবীর স্ত্রী রিনা (৪০)।
গুরুত্বপূর্ণ লাইন:ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, র্যাবের পক্ষ থেকে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা কিনে ফেনী ও পার্শ্ববর্তী জেলার ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করতেন।