রাজবাড়ী, ২৯৯ অক্টোবর ২০২৫: সরকারি কার্যক্রমের মধ্যে ঘটানো অবহেলা এক শিশুর জীবনে নেমেছে দুর্ভাগ্য। বেনি নগর কালীতলায় গত ২৩ অক্টোবর বিকেলে মাসব্যাপী ইলিশ ধরা বন্ধের সরকারি কার্যক্রম চলাকালীন, মৎস্য বিভাগের অবৈধ জাল পোড়ানোর সময় পেট্রোল ব্যবহারের ফলে ১০ বছর বয়সী রুহুলের শরীরে আগুন লেগে যায়। রুহুল চরনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
পরিবারের সদস্যরা শিশু রুহুলকে দ্রুত সদর হাসপাতালের সার্জারি বিভাগের ২য় তলায় কেবিন নং ২০৪-এ ভর্তি করান। কিন্তু পাঁচ দিন পেরিয়ে গেলেও প্রশাসন বা সংশ্লিষ্ট মৎস্য বিভাগ থেকে শিশুটির চিকিৎসা সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পরিবারের অভিযোগ, শিশু রুহুল শুধুমাত্র সরকারি কর্মকাণ্ড দেখার জন্য সেখানে দাঁড়িয়ে ছিল; তবুও মৎস্য প্রশাসন তার চিকিৎসা নিশ্চিত করার জন্য কোনো সহযোগিতা করেনি। চিকিৎসা সম্ভব না থাকলেও হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা না নেওয়া “দায়িত্বহীনতা” হিসেবে ধরা হচ্ছে।
স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা অবিলম্বে শিশু রুহুলকে ঢাকা বার্ণ হাসপাতালে সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার তদন্ত, বিচার ও ক্ষতিপূরণ প্রার্থনা করছেন।
স্থানীয়রা প্রশাসনের এই উদাসীনতার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ও সরকারি কার্যক্রমের সময় যথাযথ সতর্কতা গ্রহণ করা জরুরি।