মাগুরার শালিখা উপজেলার শতপাড়া গ্রামে ২৭ সেপ্টেম্বর আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের দিকে ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শতপাড়া গ্রামের শ্মশানঘাটের পিছনে হিরন মীর (৩৫), একটি ঘোড়া জবাই করে। সে শালিখা বাজারের একজন গরুর মাংস বিক্রেতা। সে শালিখা বাজারে দীর্ঘ দিন ধরে মাংস বিক্রি করে। স্থানীয়দের দাবি
গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করে।পরে আশপাশের লোকজন টের পেয়ে তাকে পিটুনি দিলে, হিরন কসাই সহ তার সহোযোগিরা জবাই করা ঘোড়া রেখে চলে যায়। পরবর্তীতে খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অনেকে মনে করছে ভোর বেলায় এভাবে মরা, চোরাই ও রোগা গরু জবাই করে মাংস বিক্রি করে আসছে । তাই প্রশাসন সহ সকলের সচেতন হতে হবে।