বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার পৌরসভার আওতাধীন ৮ নং ওয়ার্ড(উত্তর) শাখার পুনাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে । উক্ত কমিটিতে
নাছির উদ্দিন দুখু সভাপতি, বদিউল আলম সিনিয়র সহ সভাপতি, বি আর পাল(বলরাম) সাধারণ সম্পাদক ও মো: ছিদ্দিক কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে । উক্ত কমিটি অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি ও পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ রফিকুল হুদা চৌধুরী এবং অনুমোদনের জন্য সুপারিশ করেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক এডভোকেট আব্দুল কাইয়ুম, আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে রাশেদ আবেদীন সবুজ, গিয়াস উদ্দিন, মাসুদুর রহমান মাসুদ এবং ছুরত আলম । নেতৃবৃন্দরা বলেন নির্বাচনের আগে সাংগঠনিক কাজের গতি আনার লক্ষ্যে পৌরসভার অন্যান্য সকল ওয়ার্ডের ন্যায় পৌরসভার আওতাধীন ৮ নং ওয়ার্ড(উত্তর) শাখার অনুমোদন করা হল ।
৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি তে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয় নাছির উদ্দিন দুখু, বদিউল আলম (সিনিয়র সহ-সভাপতি), হামিদ উল্লাহ হামিদ (সহ-সভাপতি), মো: ইদ্রিস (সহ-সভাপতি),নুর মোহাম্মদ মনির(সহ-সভাপতি), নুরুল আলম (সহ-সভাপতি), নবী হোছন(সহ-সভাপতি), জুয়েল দত্ত ভুলু(সহ-সভাপতি), দেলোয়ার হোসেন (সহ-সভাপতি),মো: কবির(সহ সভাপতি), বি আর পাল (বলরাম)(সাধারণ সম্পাদক), মো: আবদুল্লাহ (যুগ্ম সাধারণ সম্পাদক), হাসান আলী (যুগ্ম সাধারণ সম্পাদক) ইমতিয়াজুল ইসলাম আদনান (যুগ্ম সাধারণ সম্পাদক),আলমগীর(যুগ্ম সাধারণ সম্পাদক), ক্যওয়ান হ্লাইন রাখাইন(যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ ছিদ্দিক(সাংগঠনিক সম্পাদক) দিয়ে ৭১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়া হয় ।
জাতীয়তাবাদী দল (বিএনপি)র পৌর কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আগামীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় ভিক্তি করে ধানের শীষের পক্ষে গ্রামে গ্রামে জনগণের দোরগোড়ায় গিয়ে ভোট চাইতে হবে।
নবনির্বাচিত সভাপতি নাছির উদ্দিন দুখু ও সাধারণ সম্পাদক বি আর পাল(বলরাম) সহ দায়িত্ব প্রাপ্ত নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে আমাদের অগ্রণী ভূমিকা সবসময় বজায় থাকবে।