নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়মনসিংহ পাড়া কবরস্থানের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ চলাফেরায় অক্ষম ছিলেন এবং কবরস্থানের পাশে বসবাস করতেন। অসুস্থতা ও প্রতিবন্ধীতার কারণে এলাকাবাসীই তার দেখভাল করতেন এবং নিয়মিত খাবার দিতেন। ধারণা করা হচ্ছে, গতরাতের কোনো এক সময়ে তিনি মারা যান। সকালে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধটি প্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া তার পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।